আবেগি মন
খাদিজা
মনের কোনে সুখের সর্গের কতই না আবেগ।
কখনো মনে হয়,
রুংগিন নৌকায়
গহিন সাগর দিব পারি।
কখনো মনে হয়,
আমার যদি পাখা হত,
দিতাম শেই দূর আকাশ পারি।
কখনো মনে হয়,
আমি যা করি সেটায় ঠিক।
ভাবিনি কখনো,
একটা দমকা হাওয়ায়
সব বদলে যাবে।
ভাবিনি কখনো,
এভাবে নির্শ হব!
দিশাহারা হব!
এত কষ্ট পাইনি আগে,
এই আবেগি মন?
কেন এত শপ্ন্য দেখালি আমায়,
আমি শেষ যে ছলোনার আগুনে।
হায়!হায়!জিবন,
বেশিবেশি পাওয়ার আশায়,
ফকির হলাম আজ।
অনেক কিছু পাবার আশায়,
সব হারালাম আজ।
কেন?এতো শপ্ন্য দেখালি,
আবেগি মন!!!