Breaking News
Home / খেলাধুলা / ইডেন টেস্টে শেখ হাসিনাকে সৌরভের আমন্ত্রণ

ইডেন টেস্টে শেখ হাসিনাকে সৌরভের আমন্ত্রণ

ক্রাইম রিপোর্ট ডেস্ক

কলকাতার ইডেন গার্ডেনে ভারত-বাংলাদেশ টেস্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছেন বিসিসিআইয়ের নতুন সভাপতি সৌরভ গাঙ্গুলি।

এই প্রথম ভারতের মাটিতে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। আগামী ২২ নভেম্বর ইডেনে হবে সেই টেস্ট।

ভারতীয় বাংলা পত্রিকা দৈনিক আনন্দবাজার জানিয়েছে, নতুন বোর্ড প্রেসিডেন্ট উৎসবের আমেজে রাঙিয়ে তুলতে চান স্মরণীয় মুহূর্ত। শেখ হাসিনার কাছে আমন্ত্রণ ইতিমধ্যে চলে গেছে।

প্রধানমন্ত্রীর দপ্তর থেকে অবশ্য আমন্ত্রণ গ্রহণ করে এখনও কোনও উত্তর দেওয়া হয়নি। তবে যে কোনও মুহূর্তে দেওয়া হতে পারে।

ভারতের পক্ষ থেকে এই টেস্ট ম্যাচের উদ্বোধনে কে থাকবেন, সেটি নিয়ে চলছে আলোচনা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি? নাকি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? অথবা দু’জনকেই একসঙ্গে দেখা যাবে এই ঐতিহাসিক মঞ্চে?

এ নিয়ে আগ্রহ বেড়ে যাওয়ার কারণ বোর্ড প্রেসিডেন্ট হওয়ার আগে সৌরভ নয়াদিল্লিতে অমিত শাহর সঙ্গে বৈঠক করেছেন। যার পরে জল্পনা শুরু হয়েছে, তিনি নাকি আগামী দিনে বিজেপিতে যোগ দিতে পারেন। যদিও সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন সৌরভ নিজে।

Check Also

বিশনন্দী পূর্বপাড়া ভূঁইয়া সেবা সংস্থার উদ্যোগে শেখ রাসেল ফুটবল টুর্নামেন্ট ২০২০ইং ফাইনাল ম্যাচ

মোঃ আরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার বিসমিল্লাহির রহমানির রাহিম, আসসালামু আলাইকুম , সম্মানিত সুধী,আমরা অতীব আনন্দের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *