চম্পক কুমার, নিজস্ব প্রতিবেদক
জয়পুরহাটের পাঁচবিবিতে তাপসী রানী (১৫) নামে ৭ম শ্রেণির এক মেয়েকে অপহরণের অভিযোগে রিফাত হোসেন (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার রাতে সিরাজগঞ্জের অভি হোটেল এলাকায় হানিফ গাড়ি থেকে তাকে আটক করা হয়েছে।
মেয়ের মা কৃষ্ণা রানী মহাতো জানান, আমার মেয়ে প্রায় এক মাস আগে থেকে নিঁখোজ ছিল। তারপর বেশ কয়েকদিন যাবৎ বিভিন্ন আত্নীয়-স্বজনের বাড়িতে অনেক খোঁজাখুঁজির পর লোক মুখে জানতে পারি জয়পুরহাট সদরের দোগাছী পূর্বপাড়া এলাকার জহুরুল ইসলামের ছেলে রিফাত প্রেমের ফাঁদে ফেলে আমার মেয়েকে অপহরণ করেছে। এরপরই গত মঙ্গলবার (১ অক্টোবর) আদালত নারী ও শিশু নির্যাতন দমন ২০০০ সালের ০৭/৩০ আইনে পাঁচবিবি থানায় একটি মামলা দায়ের করি।
এ ঘটনায় পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ মুনসুর রহমান ক্রাইম রিপোর্টকে বলেন, মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই জাহাঙ্গীর মোবাইল ট্র্যাকিং ও সোর্সের মাধ্যমে জানতে পারে সে ঢাকার সাভার এলাকায় অবস্থান করছে। এমন গোপন সংবাদ পেয়ে গত সোমবার রাতে সিরাজগঞ্জের অভি হোটেলের সামনে হানিফ গাড়ি থেকে রিফাত হোসেনকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে এবং মেয়েকে আদালতে উপস্থাপন করা হবে।