অনলাইন ডেস্ক
৬ অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলে ছাত্রলীগের কয়েক নেতা বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদকে রুম থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করে।
এ ঘটনায় পরদিন সোমবার থেকে সারা দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিবাদ কর্মসূচি শুরু হয়। ক্ষোভে উত্তাল হয়ে ওঠেন বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা। আন্দোলন চলাকালে একের পর এক বেরিয়ে আসতে থাকে র্যাগিংয়ের নামে ক্যাম্পাসে ছাত্রলীগের নিষ্ঠুর নির্যাতন চিত্র।
এসব ঘটনায় শিক্ষার্থীরা বিভিন্ন সময় শিক্ষক, ভিসি ও হল প্রভোস্টদের কাছে অভিযোগ জানালেও কার্যকর ব্যবস্থা নেননি তারা।
শনিবার নিজেদের অব্যক্ত কথাগুলো যেন দেয়ালে-দেয়ালে ফুটিয়ে তুললেন শিক্ষার্থীরা। কোথাও আছে আবরারের কথা, কোথাও আবরারের বাবার মুখ। আছে আবরারকে হত্যা করা হয় যে কক্ষে সেই ২০১১’র ছবিও।
আয়োজকরা বলেন, দুই দিন আগে থেকেই এই গ্রাফিতি অঙ্কন কর্মসূচির উদ্যোগ নেওয়া হলেও বৃষ্টির কারণে তা সম্ভব হয়নি।
নিরাপদ আছিস, ড্রিমডেথ, রাজনীতি, হোক কলরব, মুষ্ঠি বাঁধা হাতে হোক প্রতিবাদ, চুপ করিয়ে রাখার চিহ্নসহ নানা বার্তা নিয়ে হাজির হয়েছেন তারা।
বুয়েট আর্কিটেকচার ডিপার্টমেন্টের ১৭তম ব্যাচের একজন শিক্ষার্থী গণমাধ্যমকে বলেন, আন্দোলনের অংশ হিসেবে গ্রাফিতি করা হচ্ছে। মূলত স্থাপত্য বিভাগের শিক্ষার্থীরা এটা করছেন। এ গ্রাফিতি বুয়েট থেকে পলাশী পর্যন্ত ২০টির মতো দেয়ালে এবং শহীদ মিনারের সামনের দুইটি দেয়ালে আঁকা হচ্ছে।