নিজস্ব প্রতিবেদক
জয়পুরহাট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক রেজার উপর সন্ত্রাসী হামলায় ক্ষেতলালে বাদ জুম্মা মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে ক্ষেতলাল সদরের বিভিন্ন মসজিদে উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহব্বায়ক জুল আরশ শুভ’র উদ্যোগে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের সুস্থতা কামনা করে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম রিয়াদ, ক্ষেতলাল উপজেলা ছাত্রলীগের আহবায়ক মেহেদী আশিক রাজু, সাবেক ছাত্রনেতা এস.এম ওয়াকিল আহমেদ, ছাত্রনেতা আতিকুর রহমান বুলবুলসহ বিভিন্ন মসজিদের মুসল্লিরা।
উল্লেখ্য, গত ৭ সেপ্টেম্বর (শনিবার) রাত সাড়ে ১২টার দিকে জয়পুরহাট শহরের চিত্রাপাড়া এলাকায় তার ভাড়া বাসার সামনে জেলা ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকের উপর দুর্বত্তরা হামলা চালায়। এ ঘটনায় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক রেজা গুরুতর আহত অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা তে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন ।