নিজস্ব প্রতিবেদক
জয়পুরহাটের পাঁচবিবি প্রেসক্লাবের সাধারন সম্পাদক দৈনিক ইনকিলাব ও দৈনিক দিনকাল পত্রিকার উপজেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক মোশারফ হোসেন মজনু আজ বুধবার বেলা সাড়ে ১২ টায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। তিঁনি র্দীঘদিন যাবৎ জন্ডিস ও লিভার ক্যান্সারে ভুগছিলেন। স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে সন্তানসহ অসংখ্য গুণাগ্রাহী রেখে গেছেন। মারা যাওয়া আগে পরিবারের পক্ষ থেকে তাঁর উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালের নিউরোলজী বিভাগে চিকিৎসা নিয়েছেন। তাঁর বাড়ি উপজেলার সীমান্তবর্তী এলাকা বাগজানা ইউনিয়নের আটাপাড়া রেলগেটের পশ্চিম পার্শ্বে।
তাঁর মৃত্যতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেন পাঁচবিবি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও জয়পুরহাট-১ আসনের এমপি এ্যাডঃ সামছুল আলম দুদু, পাঁচবিবি উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না, পৌর মেয়র হাবিবুর রহমান হাবিব, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য আমিনুল হক বাবুল, প্রেসক্লাবের বর্তমান সভাপতি আব্দুল হালিম সাবুসহ অনেকেই।
বিকালে আটাপাড়া কেন্দ্রীয় ঈদগাঁ মাঠে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।