মোঃ সকেল হোসেন, আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপিনাথপুর উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির এক ছাত্র মোবাইল ফোন না পেয়ে মাত্রারিক্ত ঘুমের ঔষুধ খেয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। রবিবার দুপুরে এ ঘটনা ঘটে।
পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গোপীনাথপুর বাজারের একরাম হোসেনের স্কুল পুড়ুয়া ছেলে তার বাবা মার কাছে কিছুদিন ধরে একটি স্মাট মোবাইল ফোনে বায়না ধরে। পড়াশুনার ব্যাঘাত হবে এ কারণে বাবা মা ছেলেকে ফোন কিনে দেয়া থেকে বিরত থাকেন। ফোন না পাওয়াই সকলের অজান্তে ঘরের দরজা বন্ধ করে অত্যাধিক ঘুমের ঔষুধ খেয়ে শুয়ে থাকেন। কয়েক ঘন্টা ঘর থেকে বের না হওয়াই পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন। সে এখন আক্কেলপুর উপজেলা হাসপাতালে ধুকছেন।
ঘটনার সত্যতা তার পরিবার ও হাসপাতাল নিশ্চিত করেছেন।