রাসেল কবির
কুমিল্লার ব্রাক্ষনপাড়া থেকে অপহরিত ইয়াসিন (সোহাগ) কে শ্যামপুর মডেল থানার পুলিশ পোস্তগোলা থেকে উদ্ধার করেছে।
ঘটনার তথ্য বিবরনীতে জানা যায়, ইয়াসিন সৌদী আরবে থাকতো এবং ইউরোপের পোলান্ডে যাওয়ার জন্য চেষ্টা চালাচ্ছিল আর ঐখানেই পরিচয় হয় দালাল সুমনের সঙ্গে। গত আট ই সেপ্টেম্বর ইয়াসিন দেশে আসে। সুমনও তখন ঢাকায়। দেশে এসে ইয়িসিন সুমনের সাথে দেখা করে। ভারত থেকে ভিষা করাতে হবে বলে সুমন ইয়াসিনকে নতুন পাসপোর্ট বানাতে বলে। দ্রুত পাসপোর্ট পেতে চট্টগ্রাম থেকে পাসপোর্ট করতে পরামর্শ দেন। ১৪ তারিখে পাসপোর্ট আনতে বের হলে অপহরিত হন ইয়াসিন। পরিবারের সাথে সারাদিন যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় ইয়সিনের ভাই কুমিল্লার ব্রাক্ষন পাড়া থানায় সাধারণ ডায়েরি করেন।
পরবর্তীতে ১৬ তারিখে ইয়াসিনের পরিবার তাকে খুজে না পেয়ে নিখুজ মামলা করেন। মামলার পর পুলিশ মোবাইল ট্রেকিং এ পোস্তগোলা ও তার আশপাশ এলাকায় ইয়াসিনের অবস্হান সনাক্ত করেন। খবর পেয়ে শ্যামপুর মডেল থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান, ওসি তদন্ত রকিবুল ইসলাম, ওসি অপারেশন জামাল হোসেন ইয়াসিনকে উদ্ধারে তৎপর হয়ে উঠেন। তাদের ফোর্সদেরকে দিক নিদর্শনা দেন। শুরু করেন চিরুনি অভিযান। উদ্ধার অভিযানের ১৮ ঘন্টার মধ্যেই পোস্তগোলা থেকেই ইয়াসিনকে উদ্ধার করে শ্যামপুর মডেল থানা পুলিশ। ঐ রাতেই উদ্ধারকৃত ইয়াসিনকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।