অনলাইন ডেস্ক
এলাকায় আধিপত্য বিস্তারের জেরে নোয়াখালীর সোনাইমুড়ীতে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, ককটেল, গুলি বিস্ফোরণ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বুধবার রাত ৮ থেকে ১০ টা পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে এক পথচারী গুলিবিদ্ধসহ সোনাইমুড়ী থানার ওসি আবদুস সামাদ ও জেলা যুবলীগ নেতা আবু সায়েম সহ কমপক্ষে ২৫ জন আহত হয়েছে।
আহতদের মধ্যে যুবলীগ নেতা আবু সায়েমের অবস্থা গুরুতর। তাকে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৪৬ রাউন্ড গুলি বর্ষণ করেছে। ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে পুলিশ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৬ জনকে গ্রেপ্তার করেছে।
এ ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে সোনাইমুড়ী উপজেলা শহরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. জাহাঙ্গীর আলমের অনুসারীদের মাঝে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুস সামাদ জানান।
পুলিশের ওপর হামলার ঘটনায় সোনাইমুড়ী থানার এস আই নাজমুল বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ করে ও ৭০-৮০ জন অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে বুধবার রাতে একটি মামলা দায়ের করেন।
পুলিশ রাতেই অভিযান চালিয়ে সাখাওয়াত হোসেন, আরিফ, ফয়েজ উল্যাহ, মো. সুজন, রাকিব, রাসেলকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিদের বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।