নিজস্ব প্রতিবেদক
রাজধানীর কদমতলীর শনির আখড়া এলাকায় মেয়েকে (১০) ধর্ষণের অভিযোগে বাবাকে আটক করা হয়েছে।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে কদমতলী থানা পুলিশ তাকে আটক করে।
শিশুটিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
কদমতলী থানার ওসি জামাল উদ্দিন মীর এ তথ্য নিশ্চিত করেছেন।
ঢামেক হাসপাতালের ওসিসির সমন্বয়ক ডা. বিলকিস বেগম জানান, শুক্রবার দুপুরে শিশুটিকে তার স্বজনরা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। সঙ্গে তার বাবা আজাদ মণ্ডলও ছিলেন। ওয়ান স্টপ সার্ভিসে ভর্তি করানোর পর শিশুটি জানায়, তার বাবা তাকে ধর্ষণ করেছে। আজাদ পেশায় রিকশাচালক।
ঢামেক ওসিসির সমন্বয়ক ডা. বিলকিস বেগম বলেন, ‘শিশুটি আমাদের এখানে ভর্তি রয়েছে। মা কিছু বলতে না চাইলেও শিশুটি জানিয়েছে, তার বাবাই তাকে ধর্ষণ করেছে।’
কদমতলী থানার ওসি জামাল উদ্দিন মীর বলেন, ‘শিশুটির বাবাকে আটক করা হয়েছে। তার পরিবারকে থানায় অভিযোগ দিতে বলা হয়েছে।’