মোহাম্মদ শাহ্ আলম হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের বানিয়াচুং উপজেলায় নাতীর দ্বারা নানী ধর্ষণের শিকার হয়েছেন। এ অবস্থায় নানীকে (৪০) শনিবার বিকালে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে সকাল ৬ টার দিকে উপজেলার সুজাতপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে নাতি ইমরান হোসেন (২৫) নানীর ঘরে প্রবেশ করে নানীকে ঘুমন্ত অবস্থায় পেয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। পড়ে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে বিকালে নানীকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মেডিকেল অফিসার হায়দার আলী বলেন, ওই নারী ধর্ষনের অভিযোগে হাসপাতালে ভর্তি হয়েছেন।