Breaking News
Home / নারী ও শিশু / পটুয়াখালীতে পৃথক স্থানে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

পটুয়াখালীতে পৃথক স্থানে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

এম, নিয়াজ মোর্শেদ পটুয়াখালী :

পটুয়াখালীতে পৃথক স্থানে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে সাড়ে ১২টায় সদর উপজেলার মধ্য ধরান্দির কমলাপুর ইউনিয়নে ও সকালে কলাপাড়ার লালুয়া ইউনিয়নের মঞ্জুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো, সদর উপজেলার মধ্য ধরান্দি এলাকার বাসিন্দা শহিদুল ইসলামের মেয়ে রিয়া মনি (৬) ও একই এলাকার আজিম আলীর ছেলে হাসান (৫) এবং সকালে কলাপাড়ার লালুয়া ইউনিয়নের মঞ্জুপাড়া গ্রামে বাসিন্দা আবদুর রহমানের ছেলে ফজলুল করিম (২)।
স্থানীয় বাসিন্দা গোলাম আহাদ বলেন, দুপুরে রিয়া ও হাসান খালের পাড়ে খেলতে ছিল। কিছুক্ষন পর তাদের দুইজনকে দুই জনের হাতধরা অবস্থায় পানিতে ভাসতে দেখে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পটুয়াখালীর ২৫০শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে আসে।
স্থানীয়দের ধারনা খেলার সময় দুই জনের যে কোন একজন আগে পানিতে পড়ে গেলে তাকে বাচাতে অপরশিশু চেষ্টা করলে সেও মারা যায়।
পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাঃ মো. গোলাম কিবরিয়া বলেন, শিশু দুইটিকে হাসপাতালে নিয়ে আশার আগেই তাদের মৃত্যুু হয়।
এছাড়া কলাপাড়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল সহকারী কবির হোসেন বলেন, শিশুটিকে এখানে নিয়ে আশার আগেই তার মৃত্যু হয়।

Check Also

নওগাঁর পোরশায় লকডাউনের পঞ্চম দিনে কঠোর অবস্থানে উপজেলা প্রশাসন

নাহিদ পোরশা, (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর পোরশায় লকডাউনের পঞ্চম দিনে জন সচেতনা বাড়াতে কঠোর অবস্থান নিয়েছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *