তারেকুর রহমান, টেকনাফ প্রতিনিধি :
টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের বন্যা প্লাবিত হয়ে অনেক আঘাতহানী দেখা দিয়েছে। বিশেষ করে আলী আকবর পাড়া ,উলুুুুুুচামরী কোনার পাড়া,আলী খালী লেদা সহ অনেক জায়গায় বন্যা প্লাবিত দেখা দিয়েছে । বিশেষ করে পাহাড়ী এলাকায় অনেক মানুষ আহত হয়েছে। এতে গরীব দুঃখী মানুষের অনেক কিছু বিনষ্ট হয়েছে।যেমন কৃষি কাজের যেই সমস্ত জায়গায় জমি আছে তাতে কৃষি কাজের অনুপযোগী হয়ে পড়েছে। এতে এলাকার গরীব দুঃখী মানুষের অসহায়ের কারণ আরো বেশি হয়ে দাঁড়ায়েছে। এলাকার অনেক মানুষ বলেন , যদি বন্যা প্লাবিত হওয়ার কারণ গুলো প্রতিরোধ না হয় তাদের জীবন মৃত্যুর আশংকায় দাড়িয়ে আছে বলে জানান। বন্যা প্লাবিত প্রতিরোধ পাওয়ার জন্য সকলের কাছে দোয়া কামনা করেন এলাকাবাসীরা।