চম্পক কুমার
জয়পুরহাট জেলা ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকের উপর দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে শহরের চিত্রা পাড়া এলাকায় ঘটনা ঘটে। এতে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক রেজা এ ঘটনায় গুরুতর আহত হলেও সভাপতি জাকিয়া রাজা প্রাথমিক চিকিৎসা নিয়ে আশংকা মুক্ত। রেজাকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে শহরের চিত্রা পাড়া এলাকায় ছাত্রলীগের সভাপতি জাকারিয়া রাজা ও সাধারণ সম্পাদক রেজা বাসায় ফেরার পথে রেজার বাসার সামনে তারা গল্প করছিল। এমন সময ওঁত পেতে থাকা দুর্বৃত্তদের দল তাদের ওপর অতর্কিত হামলা করে। তারা প্রথমেই ছাত্রলীগ সম্পাদক আবু বক্কর সিদ্দিক রেজাকে এলোপাথারিভাবে মারপিট করে। এ সময় সভাপতি জাকারিয়া হোসেন রাজা বাধা দিলে তাঁর ওপরও হামলা করে দুর্বত্তরা পালিয়ে যায়। রাজা প্রাথমিক চিকিৎসা নিলেও রেজাকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়।
এ ব্যাপারে জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ সিদ্দিকুর রহমান সিদ্দিক জানান, তাদেরকে মামলা দেওয়ার কথা বলা হয়েছে। মামলার অভিযোগে পেলেই ব্যবস্থা নেওয়া হবে এবং জড়িতদের গ্রেফতারের জোড় তৎপরতা চলছে।