অনলাইন ডেস্ক
রাজশাহীর বাঘায় এক হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ফরিদা পারভিন (৩৫) নামের এক নারীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯টায় উপজেলার গোকুলপুর খেয়াঘাট থেকে তাকে গ্রেফতার করেন উপজেলার আলাইপুর ক্যাম্পের বিজিবি সদস্যরা। ফরিদা পারভিন চারঘাট উপজেলার রাওথা গ্রামের জানে আলমের স্ত্রী।
আলাইপুর বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার নজরুল ইসলাম জানান, গোপন খবর পেয়ে বিজিবি সদস্যরা সেখানে অভিযানে যায়। এ সময় পারভিনকে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
বাঘা থানার ওসি নজরুল ইসলাম জানান, এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে বাঘা থানায় মামলা দায়ের করা হয়েছে।