ফাঁসিয়াখালী আইডিয়াল ইয়ুথ সোসাইটি (ফাঁইসো’র)উদ্যোগে ,অত্র সোসাইটি সম্মমানিত উপদেষ্টা মাষ্টার মিজানুর রহমানের অর্থায়নে ও সোসাইটির প্রাণপ্রিয় সদস্যদের আন্তরিক সহযোগিতা ও স্বেচ্ছাশ্রমের মাধ্যমে লামা উপজেলার অন্তর্গত ফাঁসিয়াখালী ইউনিয়নের ২নং ওয়ার্ডের চলাচলের রাস্তা বিনষ্ট হওয়ার রক্ষার লক্ষ্যে মেরামতের কাজ আল্লাহ রহমতে সম্পন্ন করা হয়েছে। যার মধ্য দিয়ে অত্র রাস্তা বিশাল ভাঙ্গল থেকে রক্ষা করা হয়েছে। যাতে এলাকা বাসীর চলাচলের মধ্যে কোন অসুবিধা না হয় সেই কামনা করে ফাঁসিয়াখালী আইডিয়াল ইয়ুথ সোসাইটি (ফাইসো’র)অত্র কর্মীরা নিজ দায়িত্বে মানুষের সেবায় নিয়োজিত হয়ে এই মহৎ কাজ করতে বাধ্য হয়েছে। এই সোসাইটির সকলের জন্য প্রার্থনা চেয়ে এবং তারা যাতে আরো মহৎ কাজে এগিয়ে যেতে পারে সেই কামনা করেন। ব্যবস্থাপনায়,অত্র সোসাইটির সাধারণ সম্পাদক, মোহাম্মদ নুর মোস্তফা। সেই সাথে অত্র সোসাইটির ভবিষ্যত উজ্জ্বল করার জন্য সকলের প্রতি দোয়া ও দৃষ্টি আকর্ষণ করার জন্য আহ্বান জানান।

ফাঁসিয়াখালী আইডিয়াল ইয়ুথ সোসাইটি (ফাইসো’র)উদ্যোগে রাস্তা মেরামতের কোন বিকল্প নেই।
তারেকুর রহমান, কক্সবাজার জেলা প্রতিনিধি।