অনলাইন ডেস্ক
মানিকগঞ্জের শিবালয় থানা পুলিশ প্রায় ৪০ লাখ টাকার ভারতীয় মালামালসহ তিনজনকে আটক করেছে।
মঙ্গলবার ঢাকা-আরিচা মহাসড়কের পাটুরিয়া সংযোগ মোড়ে ঢাকামুখী দু’টি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে এসব পণ্য উদ্ধার করা হয়।
এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে পৃথক দু’টি মামলা হয়েছে।
শিবালয় থানা ওসি (তদন্ত) নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে ডিশনাল এসপি মাবুবুর রহমানের নেতৃত্বে কলকাতা-ঢাকাগামী শ্যামলী পরিবহনের দু’টি বাসে তল্লাশি চলানো হয়। বাসের মধ্যে লুকিয়ে রাখা ভারতীয় তৈরী বিভিন্ন ধরনের ৩৫০ পিস মোবাইল সেট, ১৪ পিচ থ্রী-পিচ, ২০ কেজি রুপাসহ নানা ধরনের ওষুধ জব্দ করা হয়।
ঘটনার সাথে জড়িত সন্দেহে বাস চালক মামুন (৪৩), সুপারভাইজার শংকর দে (৪৬) ও হেলপার রঞ্জু (৪৭) কে আটক করে বুধবার কোর্টে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।