অনলাইন ডেস্ক
বগুড়ায় বিয়ের ১২ দিনের মাথায় নূর জাহান বিবি (৩৫) নামে এক নারীকে গলাকেটে হত্যা করেছে তার স্বামী। পরে নিজেই আত্মসমর্পণ করেছে পুলিশের কাছে।
মঙ্গলবার রাতে পুলিশ শাজাহানপুর উপজেলার শাকপালা দিঘিরপাড়া এলাকার ভাড়া বাসা থেকে দরজা ভেঙে তার লাশ উদ্ধার করে।
জানা যায়, বগুড়া সদরের কদিমপাড়া গ্রামের দৌলতুজ্জামানের ছেলে শাহীন আলম বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালের কেবিন ওয়ার্ড বয়। নিহত নূর জাহান বিবি শিবগঞ্জ উপজেলার দাইমুল্যা গ্রামের মৃত সাবাজ শাকিদারের মেয়ে। নূর জাহান বগুড়া শজিমেক হাসপাতালে রোগী নিয়ে এলে তার সঙ্গে ওয়ার্ড বয় শাহীনের পরিচয় হয়।
এরপর দুই জনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ২২ আগস্ট তারা বিয়ে করেন। এরপর শাজাহানপুর উপজেলার শাকপালার দিঘিরপাড়া এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। এটি শাহীনের দ্বিতীয় ও নূর জাহানের তৃতীয় বিয়ে। মঙ্গলবার রাত ১০টার দিকে প্রতিবেশীরা তালা দেওয়া ঘরের বিছানায় নূর জাহানের লাশ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে শাজাহানপুর থানা পুলিশ দরজা ভেঙে রক্তাক্ত লাশ উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতাল মর্গে পাঠায়। রাতেই শাহীন আলম সদর থানায় আত্মসমর্পণ করতে গেলে পুলিশ তাকে গ্রেফতার দেখায়।
সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সনাতন চক্রবর্তী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহীন তার স্ত্রীকে হত্যার কথা স্বীকার করে। সে জানায়, বনিবনা না হওয়ায় স্ত্রীকে হত্যার সিদ্ধান্ত নেয়।