ক্রাইম রিপোর্ট ডেস্ক
সোনারগাঁয়ের কাঁচপুরে ১৯ হাজার ১শ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব। তাদের কাছ থেকে মাদক বিক্রির নগদ ২১ হাজার ৭শ টাকা, ৪টি মোবাইল ফোন ও একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে।
বুধবার দুপুরে গ্রেপ্তারকৃতদের সোনারগাঁ থানা-পুলিশের কাছে হস্তান্তর করে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। এর আগে মঙ্গলবার দুপুরে র্যাব-৩ এর একটি দল তাদের গ্রেপ্তার করে। উদ্ধারকৃত ইয়াবার বাজার মূল্য ৫৭ লক্ষ ৩০হাজার টাকা বলে জানিয়েছে র্যাব।
গ্রেপ্তারকৃতরা হলেন- মোতালিব ওরফে নাদিম (৩৪), সোনিয়া আক্তার ওরফে অধরা (২৬) ও নাসির হোসেন(৪৩)।
মামলার এজাহার থেকে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কাঁচপুর সিএনজি এন্ড রিফুয়েলিং এর সামনে মহাসড়কের বিভিন্ন যানবাহনে তল্লাশি চালায়। এ সময় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ইয়াবাসহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৩ এর ওয়ারেন্ট অফিসার মো.ফিরোজ ভূঁইয়া তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করেন।