ক্রাইম রিপোর্ট ডেস্ক
দিনাজপুরের পার্বতীপুরে ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার মোমিনপুর ইউনিয়নের হয়বৎপুর গ্রামের বাড়ি থেকে তাদের আটক করা হয়।
আটক মাদক ব্যবসায়ী গোলাম রবানী ওরফে মান্দি ও তার স্ত্রী মহসিনা বেগমের বিরুদ্ধে পার্বতীপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
বুধবার দুপুরে আদালতে উপস্থিত করা হলে বিজ্ঞ আদালত তাদের দিনাজপুর জেলা কারাগারে পাঠায়।
পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোখলেছুর রহমান জানান, তার নেতৃত্বে থানার একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গোলাম রব্বানী ওরফে মান্দি (৪৮) ও তার স্ত্রী মহসিনা বেগম (৪২) কে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে ১৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। রব্বানীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একাধিক মামলা রয়েছে।