মেহেদী হাসান রাজু
জয়পুরহাটে ২৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ইয়ামিন কবির নামে (১৯) এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব। বুধবার জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার শালপাড়া বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত ইয়ামিন জয়পুরহাট সদর উপজেলার তেরগাঁতি গ্রামের রেজাউল করিমের ছেলে।
র্যাব-৫ ও সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সহকারী পরিচালক (এএসপি) এ.কে.এম এনামুল করিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার শালপাড়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ২৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ইয়ামিন কবিরকে আটক করা হয়। তার বিরুদ্ধে পাঁচবিবি থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।