অনলাইন ডেস্ক
আফগানিস্তানের দুর্নীতি দমন বিভাগের আপিল বিভাগ সেদেশের নির্বাচন কমিশনের সাত সাবেক সদস্য এবং নির্বাচনী অভিযোগ কমিশনের তিন সাবেক সদস্যকে পাঁচ বছর করে কারাদণ্ড দিয়েছে।
আফগানিস্তানে গত বছর অক্টোবরে সংসদ নির্বাচন হয়। অভিযুক্তদের বিরুদ্ধে ওই নির্বাচনে কারচুপি করার অভিযোগ ওঠে।
অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন, মঙ্গলবারের শুনানিতে দশজনের মধ্যে ৯ জন উপস্থিত ছিলেন।
তিন বছরের বেশি সময় ধরে পার্লামেন্টে ভোটাভুটির যে বিলম্ব হয়েছিল সেটা গত বছর ২০ অক্টোবর শেষ হয়। কারচুপির অভিযোগ ওঠায় অনেক দেরিতে ফলাফল ঘোষণা করা হয়।
২০০১ সালে তালেবান পতনের পর দেশটিতে তিন বার সংসদীয় নির্বাচন হয়েছে।