আল-কারিয়া চৌধুরী, পাঁচবিবি (জয়পুরহাট)
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট অনুর্ধ্ব-১৭ এর উদ্বোধন করা হয়। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য আলহাজ¦ এ্যাড. সামছুল আলম দুদু এমপি এ টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মুনিরুল শহীদ মুন্না, ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন মন্ডল, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাজিবুল আলম, প্যানেল মেয়র নুর হোসেন, থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান, আয়মা রসুলপুর ইউপি চেয়ারম্যান জাহিদুল আলম বেনু ও আওলাই ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মন্ডল প্রমূখ।
উক্ত টূর্ণামেন্টে আওলাই ইউনিয়ন ও পাঁচবিবি পৌরসভা ফুটবল দল অংশগ্রহন করেন।