মেহেদী হাসান রাজু, স্টাফ রিপোর্টার
জয়পুরহাটে জুয়া খেলার অপরাধে ৩ জুয়াড়ীকে আটক করেছে পুলিশ। শনিবার গভীর রাতে পাঁচবিবি উপজেলার পশ্চিম রামচন্দ্রপুর গ্রামের জোঁসনা বেগম স্বামী মিন্টুর বাড়ি থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, পাঁচবিবি উপজেলার পশ্চিম রামচন্দ্রপুর গ্রামের মৃত হোসেন আলীর ছেলে রাজু আহম্মেদ (২২), একই উপজেলার আটাপাড়া গ্রামের মৃত নূর ইসলামের ছেলে রেজাউল (৩৮) ও জয়পুরহাট সদর উপজেলার তাজপুর গ্রামের আঃ কালামের ছেলে জাইদুল ইসলাম (২৬)।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ মনসুর রহমান বলেন, শনিবার রাতে পশ্চিম রামচন্দ্রপুর গ্রামের জোঁসনা বেগমের বাড়িতে জুয়া খেলা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ঐ বাড়িতে অভিযান চালিয়ে হাতেনাতে ৩জন জুয়াড়ীকে আটক করা হয়েছে এবং পরে জুয়া খেলার অপরাধে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।