অনলাইন ডেস্ক
‘ফিরভি তুমকো চাহুঙ্গি’খ্যাত বলিউডের কণ্ঠশিল্পী জয়তিকা তাংরি প্রথমবারের মতো বাংলাদেশি ছবির গানে কণ্ঠ দিলেন। অনন্য মামুন পরিচালিত ‘মেকআপ’ ছবিতে তার গান শোনা যাবে।
পরিচালক মামুন দেশ রূপান্তরকে বলেন, ‘আজ মুম্বাইয়ের প্লে হাড স্টুডিওতে জয়তিকার গানটি রেকর্ড করা হয়েছে। অনেক সুন্দর একটি গান তৈরি হয়েছে। গান শুনে স্টুডিওর সবাই মুগ্ধ হয়েছেন।’
গানটির কথা ও সুর করেছেন স্যাভি। ‘বেবি বিউটিফুল’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন জয়তিকা।
অনন্য মামুন বলেন, “ও প্রথম কোনো বাংলাদেশের গান গেয়েছে, এর জন্য সে অনেক খুশি। জয়তিকা বলেছে, ‘আমি সত্যিই আনন্দিত যে, প্রথমবারের মতো কোনো বাংলাদেশি গানে কণ্ঠ দিলাম। গানটিও শ্রোতারা পছন্দ করবেন।”
উল্লেখ্য, মামুন পরিচালিত এই ছবিটি প্রযোজনা করেছে সেলিব্রিটি প্রোডাকশন। ছবিতে তারিক আনাম খান, রোশানসহ অনেকে অভিনয় করবেন। সিনেমার ডিজিটাল পার্টনার হিসেবে রয়েছে লাইভ টেকনোলজিস।