ঠাকুরগাঁও পৌর শহরের নিশ্চিন্তপুর হ্যাডস্ সংলগ্ন মাঠে ওয়ান ডে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকেলে ফাইনালে বড় মাঠ (বকুল তলা ফুটবল টিম) ৩-১ গোলে সদর উপজেলার কহরপাড়া (কেরানী মার্কেট) টিমকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
নিশ্চিন্তপুর হ্যাডস্ এলাকার তরুন প্রজন্মের আয়োজনে ফাইনাল শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু, বিশেষ অতিথি জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নাজমুল হুদা শাহ্ মো: এ্যাপোলো প্রমুখ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াফু তপু, স্বেচ্ছাসেবকলীগ কর্মী মিঠুন, স্থানীয় রুবেল, রাব্বুলসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেষে বিজয়ী ও বিজীত উভয় দলকে পুরস্কার হিসেবে প্রাইজমানি ও ট্রফি প্রদান করেন অতিথিরা।
ফাইনালে বড় মাঠ (বকুল তলা ফুটবল টিমের) পক্ষে খেলেন, আলিফ, নুর ইসলাম সাদ্দাম, আরিফ হোসেন, সাগর রানা, আরমান হোসেন তারেক, সাম্য, পাপ্পু, রাহি, আসাদুজ্জামান শামিম, সুজন (গোল কিপার), সিজান, শামিমসহ বড় মাঠ বকুল তলার সদস্যরা।
উল্লেখ্য যে, সকাল ১০ টায় ৮ টিম নিয়ে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। টুর্নামেন্টের টিমগুলো হলো বড় মাঠ বকুল তলা ফুটবল টিম, কহর পাড়া কেরানী মার্কেট টিম, দিশারী স্পোটিং কাব, আদিবাসী ফুটবল টিম, হ্যাডস্ মোড় ফুটবল টিম, নিশ্চিন্তপুর হ্যাডস্ টিম, স্থানীয় ২টি ফুটবল টিম। খেলা চলাকালীন দর্শক সমাগম ছিল চোখে পড়ার মত। বিশেষ করে মহিলা দর্শক সবার নজর কাড়ে। ভবিষ্যতে এ জাতীয় বা এর চেয়ে বড় টুর্নামেন্টের আয়োজন করা হবে বলে জানায় আয়োজকরা।
নুরে আলম শাহ,ঠাকুরগাঁও