স্টাফ রিপোর্টারঃ- নিরেন দাস।
(ফলোআপ নিউজ)
জয়পুরহাটের পাঁচবিবিতে নকল ঔষুধ তৈরীর কারখানায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে নকল ইনো, খাবার স্যালাইন, ঔষুধ তৈরীর কাঁচামাল ও ঔষুধ তৈরীর বিভিন্ন যন্ত্রাংশ জব্দ করেছে ভ্রাম্যমান আদালত।
২৬ শে আগস্ট সোমবার বিকালে পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউপি’র দালালপাড়া গ্রামের মাহবুব নামে এক ব্যাক্তির বাড়িতে অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়।
স্থানীদের সূত্রে জানা যায়, বেশ কিছু দিন ধরে মাহাবুব তার বাড়িতে গোপনে মেশিন বসিয়ে নকল ইনো ও খাবার স্যালাইন তৈরী করে জেলা-উপজেলার বিভিন্ন দোকানে বিক্রি করত।
উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের বিচারক রাজিবুল আলম জানায়, জেলার একটি বিশেষ গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে থানা পুলিশের সহায়তায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বিকালে মাহাবুবের বাড়িতে নকল ঔষুধের কারখানায় গেলে দরজাতে তালা ঝুলানো দেখা যায়। অনেক ডাকাডাকির পর কাউকে না পেয়ে পুলিশের সহযোগীতায় তালা ভেঙ্গে নকল ইনো, খাবার স্যালাইন, কাঁচামাল ও ঔষুধ তৈরীর যন্ত্রাংশ জব্দ করা হয় এবং বাড়ির মালিক না থাকায় কারখানা টি সিলগালা করা হয়েছে।