ফয়সাল মাহমুদ- লক্ষ্মীপুর প্রতিনিধি
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৯ সালে জনতা ডিগ্রি কলেজের সম্মানিত অধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর আলম খান লক্ষ্মীপুর সদর উপজেলা ও জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় জনতা ডিগ্রি কলেজ পরিবারের পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জনতা ডিগ্রি কলেজ গভর্নিংবডির দাতা সদস্য বীর মুক্তিযোদ্ধা মাস্টার মহি উদ্দিনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুইস টেক্স গ্রুপের চেয়ারম্যান ও জনতা ডিগ্রি কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা আলহাজ¦ শিব্বির মাহমুদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুইস টেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও কলেজের দাতা সদস্য সাজ্জাদ হাসান মাহমুদ, ১২নং চরশাহী ইউনিয়নের চেয়ারম্যান ও কলেজ গভার্নিংবডির বিদ্যোৎসাহী সদস্য গোলজার মোহাম্মদ প্রমুখ।
অনুষ্ঠানে অধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর আলম খান জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় কলেজ পরিবারের শিক্ষক, শিক্ষার্থী ও গভার্নিংবডির সদস্যগণ বক্তব্যে অভিনন্দন জানান। কলেজের শিক্ষার মান উন্নয়ন ও বিভিন্ন রকম কর্মকান্ডে তার অবদান তুলে ধরেন বক্তারা। অধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর আলম খান তার বক্তব্যে বলেন, জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়া আমার একার কৃতিত্ব নয়। এর পিছনে কলেজ গভার্নিংবডি, আমার সহকর্মী এবং শিক্ষার্থীদের অবদান রয়েছে। কলেজে অনার্স চালুসহ মানসম্মত শিক্ষা বাস্তবায়নে কাজ করে কলেজকে আরও এগিয়ে নিয়ে যাবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন। কলেজের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের ভিডিও স্থির চিত্র তুলে ধরেন ইংরেজি প্রভাষক গাজী নিজাম উদ্দিন ও অধ্যক্ষের সাত কাহন পাঠ করেন বাংলা প্রভাষক রাফি নাহিদ।
সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অত্র অনুষ্ঠানের আহবায়ক ও জনতা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মোঃ মোজাম্মেল হোসেন। আরও উপস্থিত ছিলেন ভবানীগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ শাহাদাত হোসেন, নোয়াখালী মডেল কলেজের অধ্যক্ষ মোঃ আলমগীর হোসেন, জনতা ডিগ্রি কলেজের হিতৈষী মেজবাহ উদ্দিন ভূঁইয়া, লক্ষ্মীপুর জেলা স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) এর আহবায়ক এ. কে. এম. মাহবুবুর রশিদ চৌধুরী, সবুজ বাংলাদেশ এর সভাপতি মোঃ শাহীন আলম ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাবু প্রমুখ।