সোহেল আহমদ গোলাপগঞ্জ প্রতিনিধিঃ
পীরবাড়ি ওয়েলফেয়ার ট্রাস্ট বানীগ্রাম এর উদ্যোগে “স্মাইল চ্যারিটি গ্রুপ, সিলেট শাখার সার্বিক সহযোগিতায়
২৪ আগষ্ট১৯ রোজ শনিবার পীরবাড়ী ওয়েলফেয়ার ট্রাষ্ট কার্যলয় বানীগ্রাম উওর, স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করার লক্ষ্যে বিনামূল্যে কর্মসূচি মাধ্যমে ৩৫০ জনের ব্লাড গ্রুপ নির্ণয় করতে সক্ষম হয়েছি।
পীরবাড়ি ওয়েলফেয়ার ট্রাস্ট এর সভাপতি এনাম উদ্দিন সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন ৫ নং বুধবারি বাজারের ২ নং ওয়ার্ড এর মেম্বার ছিদ্দিকুর রহমান ছাদিক,এতে উপস্হিত ছিলেন স্মাইল চ্যারিটি গ্রুপ এর সভাপতি আবিদ হোসাইন সহ সভাপতি নাকিব আহমদ সহ সাধারন সম্পাদক আলমগীর প্রচার সম্পাদক জুনেদ আহমদ, আল আমীন এসোসিয়েশন প্রচার সম্পাদ সোহেল আহমদ,আপ্যায়ন সম্পাদক মুত্তাসির ওমর সদস্য মুহিব, শাকিল, আরিয়ান,রুমা, এনায়েত হসেন মুন্না
জসিম হোসাইন সহ প্রমুখ। উপস্তিছিলেন গ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
