Breaking News
Home / অপরাধ / আইন ও আদালত / দূর্গাপুর উচ্চ বিদ্যালয়ের ১৯৮৪ ব্যাচের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত

দূর্গাপুর উচ্চ বিদ্যালয়ের ১৯৮৪ ব্যাচের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত

এম জাবেদ হোসাইন ( মীরসরাই প্রতিনিধি)

চট্টগ্রামের মীরসরাইয়ের প্রাচীণ শিক্ষা প্রতিষ্ঠান দূর্গাপুর নগেন্দ্র চন্দ্র উচ্চ বিদ্যালয়ের ১৯৮৪ ব্যাচের প্রথম পুনর্মিলনী গত ১৬ আগষ্ট ‘১৯ চট্টগ্রাম শহরের কাট্টলী টোল রোড সংলগ্ন ‘সাহেব বাবুর বৈঠক খানা ‘ রেস্টুরেন্টে দিনব্যাপী অনুষ্ঠিত হয়। দেশ বিদেশে অবস্থানরত ২৩ জন সহপাঠী দীর্ঘ ৩৫ বছর পর প্রথমবার মিলিত হলে এক আবেগঘন, স্মৃতি-ভারাক্রান্ত ভালবাসার পরিবেশ তৈরী হয়।
শুরুতেই প্রয়াত শিক্ষক – সহপাঠীদের স্মরণ ও স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।
সারাদিন সবাই আলোচনা, স্মৃতিচারণ , আড্ডা, নাচ গান, খাওয়া, ছবিতোলা, হাসি খুনসুটি , হৈ- হুল্লোড়ে মেতে,,, নিজেদের ফেলে আসা দিনগুলোতে যেনো ফিরে যায়।
দূর্গাপুর স্কুল ১৯৮৪ ব্যাচ নামে সংগঠন গড়ে তোলা, ফান্ড সংগ্রহ, শিক্ষা, স্কুল ও সামাজিক কর্মকাণ্ডে ভূমিকা রাখা, যোগাযোগ বিচ্ছিন্ন সহপাঠীদের খুঁজে সংগঠিত করা, প্রতিবছর পুনর্মিলনীর আয়োজন সহ,,, নানান সিদ্ধান্ত গ্রহন শেষে সহপাঠীরা আগামী মিলনমেলার প্রত্যাশায় ও পরস্পরের শুভকামনায় অশ্রুসিক্ত নয়নে পরস্পরকে বিদায় জানায়।।

Check Also

পোরশায় সুশৃংখল এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে

নাহিদ পোরশা(নওগাঁ)প্রতিনিধি: চলতি এসএসসি পরীক্ষা নওগাঁর পোরশা নিতপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *