নিরেন দাস(জয়পুরহাট)প্রতিনিধিঃ-
জয়পুরহাট সদরের পাঁচুরচক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়া তৃতীয় শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বিদ্যালয়ের দপ্তরি রবিউল ইসলাম কে আটক করেছে থানা পুলিশ।
রবিবার দুপুরে পুলিশ পাঁচুরচক সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে অভিযুক্ত দপ্তরি রবিউল কে জিজ্ঞাসাবাদের জন্য জয়পুরহাট সদর থানায় নেয়া হয়েছে।
বিদ্যালয় ও পারিবারিক সূত্রে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সিদ্দিকুর রহমান জানান, ওই ছাত্র শিশুটি সকাল ৯ টার একটু আগে বিদ্যালয়ে আসে।
“এ সময় অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থী স্কুলে না আসার সুযোগে দপ্তরি রবিউল তৃতীয় শ্রেণির এই শিশুটিকে দোকানের খাবারের লোভ দেখিয়ে ফুসলিয়ে স্কুলের একটি নির্জন কক্ষে নিয়ে যায়।
(ওসি) জানান যে এরপর ধর্ষণের চেষ্টা করলে শিশুটি চিৎকার দিয়ে বিদ্যালয়ের পাশে বাড়িতে ছুটে যায় এবং মা-বাবকে ঘটনা বলে দেয়।
পরে শিশুটির বাবা অভিযোগ দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রবিউল কে জিজ্ঞাসাবদের জন্য আটক করে থানায় নিয়ে আসে। বিস্তারিত তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও (ওসি) জানান।