আনোয়ার ঃঢাকা নারায়ণগঞ্জ ও ঢাকা-মাওয়া মহাসড়কের জুরাইন বাস স্ট্যান্ড এলাকায় বিভিন্ন গণপরিবহণ থেকে প্রতিদিন হাজার হাজার টাকা চাঁদা আদায় করার অভিযোগ উঠেছে সিন্ডিকেটের বিরুদ্ধে। সড়কের উপর গাড়ি থামিয়ে চাঁদা আদায় করে।
কোরবানি ঈদের এক সপ্তাহ পূর্বে জুরাইন বাস স্ট্যান্ড এলাকায় বিভিন্ন পরিবহনের শ্রমিক মালিক ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিদিন ঢাকা-নারায়নগন্জ ও ঢাকা-মাওয়া সড়ক দিয়ে চলাচল করা ইলিশ, রাজেন্দ্রপুর পরিবহন, বাহাদুর শাহ পরিবহন, শাহরিয়ার পরিবহন, বোরাক, ঢাকা ম্যাচ হতে যাত্রাবাড়ী পর্যন্ত চলাচল কারী লেগূনা, বিভিন্ন ষ্টাফ বাস সহ সহ প্রায় ৫ শতাধিক গাড়ি থেকে ১শ টাকা করে প্রায় ৫০ হাজার টাকা চাঁদা নেন এ অঞ্চলের শীর্ষ পরিবহন চাঁদাবাজরা।