এম জাবেদ হোসাইন ( মীরসরাই প্রতনিধি)
সামাজিক সেচ্ছাসেবী রক্তদান ও সেবামূলক সংগঠন প্রজম্মের আলো”র উদ্যোগে ডেঙ্গু সচেতনতা ও মাদক বিরোধী আলোচনা সভা সংগঠনের সভাপতি ইরান বাদশার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রাকিবের সঞ্চানালয়ে বুধবার ১৪ আগষ্ট বিকাল ৪ টায় সোনাইছড়ি পানি উন্নায়ন সমিতি অডিটোরিয়াম হল রুমে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠান পবিত্র কোরঅান তেলোয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যকম শুরু হয়।
উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন ১২ নং ইউনিয়ন অওয়ামীলীগের সভাপতি এস,এম সরওয়ার উদ্দিন, ইউনিয়ন কৃষকলীগের সভাপতি এজে এম আলমগীর, ইউনিয়ন ছাত্রলীগের সিনিসার সভাপতি সাখাওয়াত হোসাইন, ও বিশিষ্ট শিল্পপতি ফারুক চৌধুরী এবং অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজ সেবক সংগঠনের সদস্য সহ প্রমুখ।