মোঃ ইউসুফ আলী, আটোয়ারী(পঞ্চগড়)প্রতিনিধি ঃ “ প্রাথমিক শিক্ষার দিপ্তী- উন্নত জীবনের ভীত্তি” শ্লোগান এবং মেধাবীরা তাদের মেধাকে লালন করুক, নিজের ও দেশের কল্যাণে বয়ে আনুক সফলতা এমন প্রত্যাশা নিয়ে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ২৮ নং রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে প্রাক্তন শিক্ষার্থীদের পুণর্মিলনী ও মেধাবী শিক্ষার্থীদের
সংবর্ধনা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে ১৪ আগস্ট বুধবার দিনব্যাপি কর্মসুচি পালন করা হয়। কর্মসুচির মধ্যে কবিতা আবৃত্তি, একক অভিনয়,
সংগীত ও নৃত্য, পরিচিতি পর্ব, প্রধান শিক্ষকের স্বাগত বক্তব্য, আমন্ত্রিত অতিথিদের বক্তব্য, ক্রেস্ট প্রদান ছিল অন্যতম। বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত কর্মসুচিতে সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মাহাবুব আলম প্রধান। প্রধান শিক্ষক মোঃ তৈমুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ওই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র আব্দুল্যাহেল বাকী, আব্দুল আলী (সাকি), আবুল হোসেন, দেলোয়ার হোসেন, তরিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা ও পৃষ্ঠপোষকতায় ছিলেন রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও মানিকগঞ্জ সদর উপজেলা শিক্ষা অফিসার এ.এস.এম তৌহিদুল ইসলাম (সায়েম)। সায়েম বলেন, রাধানগর সরকারি প্রাথমিক
বিদ্যালয় স্থাপিত হওয়ার প্রায় ৯৫ বছর হচ্ছে। এবার প্রথম প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলন ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হলো। ভবিষ্যতে প্রতি বছর এই রীতি অব্যাহত থাকবে ইনশাল্লাহ। আসন্ন এই বিদ্যালয়ের শতবর্ষ পুর্তি অনুষ্ঠান জাঁকজমকপুর্ণভাবে করা হবে। তাই এখন থেকে প্রস্তুতি গ্রহন করতে হবে। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী , ম্যানেজিং কমিটি, অভিভাবক,
আমন্ত্রিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, জনপ্রতিনিধি, এলাকাবাসী সহ গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
