এম জাবেদ হোসাইন ( মীরসরাই প্রতিনিধি)
বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে নিয়ন্ত্রন হারিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই উপজেলার চরারকুল এলাকায় ঢাকা গামী জোনাকী নামে যাত্রীবাহী একটি বাস দুর্ঘটনায় আহত হয়েছে দশ যাত্রী।
রবিবার (১১আগষ্ট) সকালের দিকে এই দুর্ঘটনাঘটে,মীরসরাই ফায়ারসার্ভিস এর অফিসার তানভির আহম্মদ জানান ঈদে চট্টগ্রাম থেকে ঘরমুখো যাত্রীদের নিয়ে ঢাকাগামী জোনাকী বাস মীরসরাই উপজেলার চরারকুল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে দুর্ঘটনা ঘটে । এতে গুরুতর আহত চার যাত্রীকে আমরা মস্তান নগর হাসপাতালে ভর্তি করি এবং বাকীদের প্রথমিক চিকিৎসা দেয়া হয়।