ফয়সাল মাহমুদ :-লক্ষ্মীপুর প্রতিনিধি
পরিবেশবাদী সংগঠন সবুজ বাংলাদেশ মান্দারী বহুমুখি উচ্চ বিদ্যায়ল কমিটির অনুমোধন করেছে চন্দ্রগঞ্জ থানা সভাপতি ইমরান হোসাইন, সাধারণ সম্পাদক সজীব হোসাইন শুভ।
পরিবেশ এবং কৃষি ক্ষেত্রে স্কুল ছাত্ররাও কাজে সুযোগ পেতে এই কমিটি করা হয়।
আগামী এক বছরের জন্য কমিটি অনুমোধন করা হলো কমিটির সদস্যরা হলেন
সভাপতি, হাসানুর রহমান ইমন,
সহ-সভাপতি, মোরশেদ আলম,
সহ-সভাপতি, শাহরিয়ার আরমান, সাধারণ সম্পাদক, শিহাব পাটওয়ারী,যুগ্ন-সাধারণ সম্পাদক, ইউনুস নবী শান্ত, সাংগঠনিক সম্পাদক, রায়হান হোসেন,অর্থ বিষয়ক সম্পাদক, সাহাদাত হোসেন,দপ্তর সম্পাদক,আরমান মাহমুদ শ্রাভন,
প্রচার সম্পাদক,ছামিন জাবেদ,
পরিবেশ সম্পাদক,মমিনুল হক,
নারীওশিশুবিষয়কসম্পাদক,আনআহম্মেদ তন্নী,যুব ও ক্রীড়া সম্পাদক,সাহরিয়ার ইমরান,
সাহিত্য ও পাঠচক্র,আরিফুর রহমান, নির্বাহি সদস্য,মুরাদ হোসেন,নির্বাহী সদস্য,ইয়াছিন পাটওয়ারী,নির্বাহী সদস্য,মাহবুবুর রহমান।
সবুজ বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বলেন স্কুল পর্যায়ের ছেলে মেয়ে গুলো এখন থেকে সামাজিক মনা হলে মাদকের সাথে থাকবে না। সুন্দদর সমাজ গড়ায় তাদের ভূমিকা থাকবে।