মোহাম্মদ শাহ্ আলম হবিগঞ্জ প্রতিনিধি ,
ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের বাহুবল ট্রাক ও সিএনজির (অটোরিকশা) মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছের আরও ৪ জন। গুরুতর আহত অবস্থায় একজনকে ঢাকা মেডিকেল কলেজ ও সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সকালে বাহুবল মহাসড়কের চলিতা তলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বাহুবল থানার তন্ত (ওসি) আলমগীর কবির জানান, মহাসড়কের চলিতা তলা দ্রুতগামী একটি ট্রাকের সঙ্গে সিএনজির মুখোমুখো সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আলফু মিয়া নিহত হয়। দুপুরে চিকিৎসাদীন অবস্থায় সেহেল মিয়া নামে এক যুবক সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়
। এছাড়াও এ দুর্ঘটনায় আহত হয়েছে আরো ৪ জন
নিহতরা হলেন উপজেলার চলিতা তলা গ্রামের মৃতু রহমত উল্লা ছেলে আলফু মিয়া (৬৫) একই উপজেলার রসুল গ্রামের সিরাজ মিয়ার ছেলে ও বাহুবল একটি জুতার দোকানের কর্মচারী মো. সেহেল মিয়া, (৩০) ।