ফয়সাল মাহমুদ -লক্ষ্মীপুর প্রতিনিধি।
মোং রিয়াদ হোসেন, বয়স ২৭ বছর তার বাড়ী তোরাবগোন্জ, রিয়াদ দীর্ঘদিন যাবত কিডনীতে টিমারের সমস্যা নিয়ে ভোগছেন গত শুক্রবারে তার টিমার অপারেশনে একটি কিডনি কেটে পেলা হয়েছে ইসলামী ব্যাংক হসপিটাল, কাকরাইল, ঢাকা।তার চিকিস্যা খরচ ব্যায় বহুল।
এমতো অবস্থা তার পাশে দাড়িয়েছে লক্ষীপুরে একটা সেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন অনলাইন এক্টিভ ফোরাম লক্ষীপুর, রিয়াদের চিকিৎসা খরচের জন্য তার বাবার হাঁতে অনুদানের চেক তুলে দেন উক্ত সংগঠনের সদস্যরা এবং কি তার চিকিৎসার জন্য ভবিষ্যতে তাকে সহযোগিতার পাশে থাকবেন বলে জানিয়েছেন, সামাজিক সংগঠন অনলাই এক্টিভ ফোরামের প্রতিনিধিরা।
উপস্থিত ছিলেন, অনলাইন এক্টিভ ফোরামের , সাধারন সম্পাদক মোঃ রুবেল খান বাবু, সহ সভাপতি মোঃ রেজাউল করিম রাজু খান,, যুগ্ন সাধারন সম্পাদক মোঃ মাসুম রানা প্রমুর্খ