আনোয়ার হোসেন: ঢাকা মেট্রোপলিটন পুলিশের ওয়ারী বিভাগের শ্যামপুর জোনের সহকারি পুলিশ কমিশনার মোঃ মফিজুর রহমানের নেতৃত্বে শুরু হয়েছে পরিচ্ছন্নতা অভিযান। শনিবার (৩ আগস্ট) মফিজুর রহমান নিজ হাতে স্প্রে মেশিন চালিয়ে মশক নিধন ঔষধ ছিটিয়ে কর্মীদের উদ্বুদ্ধ করছেন।
সহকারি পুলিশ কমিশনার মফিজুর রহমানের নেতৃত্বে থানার অন্যান্য কর্মকর্তা তাদের নিজও নিজও কার্যক্রমের মাধ্যমে মানুষকে সাথে নিয়ে মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম চালাচ্ছেন। থানা এলাকা জুড়ে ঝোপঝার, ডাস্টবিন ও রাস্তার ময়লা আর্বজনা পরিষ্কার করা হচ্ছে। ফগার মেশিনের মাধ্যমে মহাল্লার আনাচে কানাচে মশক নিধন ঔষধ ও ব্লিচিং পাউডার ছিটানো হচ্ছে।
মানুষকে সচেতন করতে শহর জুড়ে মাইকিং করা হচ্ছে। আগামী ৩ আগস্ট শ্যামপুর মডেল থানার পক্ষ থেকে শহরবাসীকে আরো বেশি সচেতন করতে র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।