এম জাবেদ হোসাইন ( মীরসরাই প্রতিনিধি)
মীরসরাইয়ে বারইয়ারহাট পৌরসভায় সচেতনতামূলক কর্মসূচী সামাজিক নিরাপত্তা বেষ্টনী কার্যক্রমের ভাতাসমূহ ভিড়িটাল উপায়ে প্রদন অনুষ্ঠান ৩০ জুলাই রোজ মঙ্গলবার বারইয়ারহাট পৌরসভা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সকল ভাতা ভুক্তদেরকে সচেতন করে উপজেলা সমাজসেবা কর্মকর্তা রওশন আরা বলেন, আগে একজন লোক একাধিক ভাতা পেয়ে থাকতো। বর্তমানে একজন লোক ১টি ভাতার বেশি পাবে না। আগে অনেক লোক ভাতা থেকে বিরত থাকতো। এখন থেকে ১জন লোক একটি করে ভাতা পাবে ডিজিটাল উপায়ে। যদি কেও ২টি বা তার বেশি ভাতা তুলতে যায় তাহলে সে ডিজিটাল নিয়মে ভাতা তুলতে পারবে না।
উক্ত অনুষ্ঠানে বারইয়াহাট পৌরসভার মেয়র নিজাম উদ্দিন বলেন, বর্তমানে ডিজিটাল উপায়ে আপনাকে ভাতা পাবেন। আগের মত আপনাদের এতো কষ্ট করে ভাতা তুলতে হবে না। আপনার আগুলের ছাপ দিয়ে আপনার নিজের ভাতা ডিজিটাল উপায়ে নিজে তুলে নিয়ে যেতে পারবেন।