রিপন হাওলাদার ঃ
আলোকিত বাংলাদেশ পত্রিকায় কর্মরত সংবাদ কর্মীদের বকেয়া বেতন ভাতা প্রদান সহ ৮ দফা দাবি নিয়ে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু জাফর সূর্য সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী যূগ্ন সাধারণ সম্পাদক আকতার হোসেন সহ নেতৃবৃন্দরা পান্থপথ গ্রীণ রোডের অফিসে আজ বেলা ৩ টায় শান্তিপূর্ণ অবস্থান নিলে।এর কিছুক্ষণ পরই আলোকিত বাংলাদেশ পত্রিকার এক দল ভারাটে সন্ত্রাসীরা অতর্কিত ভাবে সাংবাদিকদের অধিকার আদায়ের উজ্জ্বল নক্ষত্র আবু জাফর সূর্যের উপর হামলা চালায় এবং শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিকে পন্ড করার চেষ্টা করে। এই হামলার তীব্র নিন্দা ও সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সহ ৮ দফা আদায়ে বিভিন্ন গণমাধ্যম প্রতিষ্ঠানে কর্মরত সংবাদ কর্মীরা আলোকিত বাংলাদেশ প্রতিকার অফিসে অবস্থান করছেন। এই সন্ত্রাসী হামলার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন ঢাকা ফেডারেল ইউনিয়নের মহাসচিব সাবান মাহমুদ সহ নেতৃবৃন্দরা। সাবান মাহমুদ তার প্রতিবাদ বক্তব্যে বলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের নির্বাচিত সভাপতিকে লাঞ্ছিত করে ইউনিয়নের ৩৩ শ সদস্য সহ জাতির বিবেক রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ সহ গোটা সাংবাদিক সমাজকে কলুষিত করেছে। তিনি দেশের রাষ্ট্রপ্রধান সহ সাংবাদিক প্রিয় মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করেন এবং যতক্ষণ পর্যন্ত এই সন্ত্রাসী হামলার কোন আশানুরূপ সূরাহা না মিলবে ততক্ষণ পর্যন্ত শান্তি পূর্ণ অবস্থানের আশাবাদ করেন।