মোঃ মঈন উদ্দীন চিশতী, দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের ফুলবাড়ীতে এইচএসসি পরীক্ষায় ফেল করায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে নকুল কুমার (২০) নামে এক এইচএসসি পরীক্ষার্থী।
বুধবার বেলা ১ টায় ফুলবাড়ী রেলগেট বাজারের কাছে লালমনিরহাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী লালমনি এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে ওই শিক্ষার্থী।
নিহত নকুল কুমার পার্বতীপুর উপজেলার আনন্দ বাজার এলাকার অকিল চন্দ্র সরকারের ছেলে।
পরিবারের সদস্যরা জানায়, নকুল কুমার ভবানীপুর কলেজের মানবিক শাখার ছাত্র হিসেবে ২০১৯ সালে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা দিয়েছিল।
বুধবার এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হলে নকুল ফেল করে এটা জানতে পারে। ফেল করার খবর শোনার পরেই সে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে।
ফুলবাড়ী রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার ইসরাফিল ইসলাম বলেন, ‘লালমনি এক্সপ্রেস ট্রেনটি বন্যার কারণে বুধবার নির্দিষ্ট পথ রেখে এই পথে ঢাকা যাচ্ছিল। ট্রেনটি ফুলবাড়ী রেলগেট বাজারের কাছে এলে ওই পরীক্ষার্থী ট্রেনের নিচে ঝাঁপ দেয়। এতে ট্রেনের নিচে কাটাপড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ’