মোহাম্মদ আনোয়ার হোসেন:
রাজধানীর গেন্ডারিয়া রেল স্টেশনে ট্রেনের নিচে কাটা পড়ে আলমগীর হোসেন (৬০) নামের একজন পথচারী নিহত হয়েছেন। আজ সোমবার বিকেল পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলমগীর হোসেনের বাড়ি গেন্ডারিয়ার সতীশ সরকার রোডে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বিকেলে আলমগীর রেললাইনের পাশ দিয়ে হাঁটছিলেন। বিকেল পাঁচটার দিকে ঢাকা থেকে নারায়ণগঞ্জ এর উদ্দেশ্যে ট্রেনটি যাওয়ার সময় আলমগীর রেললাইন পেরোনোর চেষ্টা করেন। এ সময় রেললাইনের ওপর পা পিছলে পড়ে গেলে তিনি ওই ট্রেনের নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়।
শ্যামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ক্রাইম রিপোর্ট টুয়েন্টিফোর ডটকম কে বলেন লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।