মোহাম্মদ রাসেল স্টাফ রিপোর্টার মৌলভীবাজার
সরজমিনে গিয়ে দেখা যায়। প্রতি বছর বন্যার সময় এলে দেখা যায় এই ঐতিহ্যবাহী গ্রাম মনুমুখ পানির নিচে তলিয়ে যায় তাতে সমস্যায় পড়তে হয় কয়েকটি গ্রামের হাজারও মানুষ। বিশেষ করে ইছাপুর,ফাজিলপুর,পৈলনপুর ও চাঁনপুর,গ্রাম সহ এই এলাকার সকল ছাত্র ছাত্রীদের।
এই গ্রামে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা যার মধ্যে
রয়েছে দুটি শিক্ষা প্রতিষ্টান একটি প্রাইমারি ও একটি
উচ্চ বিদ্যালয় রয়েছে। একটি ঐতিহাসিক বাজার ও হাসপাতাল রয়েছে । বন্যার সময় মানুষ অসুস্থ হলে একটি ভরসা ছিল হাসপাতাল সেই হাসপাতালটিও চলে যায় পানির নিচে তাতে বিনা চিকিৎসায় মরতে হয় কত মানুষকে।বন্যার সময় এলে ভেঙ্গে যায় শত শত ছাত্র ছাত্রীদের স্বপ্ন। কারনটা হল একমাত্র পানি যার কারনে স্কুলে নিয়মিত ক্লাস করতে পারছেনা সকল ছাত্র ছাত্রী তাতে পিছিয়ে পরছে শত শত মেধাবী শিক্ষার্থীরা।
অতএব,জনসাধারণ আকুল আবেদন জানাচ্ছেন যে মনুমুখ গ্রামটাকে বন্যা বেড়িবাঁধ এর আওতায় এনে শত শত শিক্ষার্থী ও হাজারো জনগণের জীবন যাএা রক্ষা করুন।