এম জাবেদ হোসাইন (মীরসরাই সংবাদদাতা)
মীরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়ন দিনে-দুপুরে গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় এক পথচারী চোর কে জিঙ্গাসা করলে সে বলে এটি তাদের গরু সন্দেহবশত পথচারী আড়াল থেকে দেখে গরুটি কি করে কিন্তু গরু চোর জাহেদুল ইসলাম (২৫) গরুটিকে নিয়ে পালানোর সময় জনতার হাতে আটক ও গণধোলাই’র শিকার হয়েছে। ঘটনাটি ঘটে (৪ জুলাই)বৃহস্পতিবার সকালে উপজেলার খৈয়াছড়া ইউনিয়ন দুয়ারু গ্রামে। খবর পেয়ে মীরসরাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে চোরকে আটক করেছে । পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের মসজিদিয়া গ্রামের কৃষক মফিজুল ইসলামের ১টি গরু ও আহছান উল্লাহর ১টি গরু চুরি করে পাশের গ্রাম দুয়ারু পর্যন্ত নিয়ে আসে এলাকাবাসী আটক করে গণধোলাই দিয়ে পুলিশকে খবর দেয়। মীরসরাই থানার অফিসার ইনচার্জ জাহিদুল কবির জানান আটক চোরকে জিজ্ঞাসাবাদ চলছে এবং তাদের বিরুদ্ধে মামলার চেষ্টা চলছে।