মোঃ শামীম হোসেন,
জামালপুর জেলা প্রতিনিধি :
জামালপুর জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী বীরমুক্তিযোদ্ধা আমজাদ হোসেনের দুর্ঘটনা জনিত কারনে মর্মান্তিক মৃত্যুর প্রতিবাদ ও দোষীদের চিহিৃত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে জামালপুর জেলা আইনজীবী সমিতি।
মঙ্গলবার সকাল ১১টার দিকে দুর্ঘটনা কবলিত স্থানে তারা এ মানববন্ধন কর্মসূচি পালন করে।
ঘন্টাব্যাপি মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক মনজুর কাদের বাবুল খান, আইনজীবী জাহিদ আনোয়ার, আমান উল্লাহ আকাশ, গোলাম নবী, শহীদুল ইসলাম পাহলোয়ান, বাবর আলী, ওয়ারেছ আলী মামুন, আব্দুস সালাম, রাশেদুল ইসলাম ও নিহতের ছেলে মনির আহমেদ প্রমুখ।
বক্তারা বলেন, সিনিয়র আইনজীবী বীরমুক্তিযোদ্ধা আমজাদ হোসেন মৃত্যুর ঘটনায় যাদের অবহেলা রয়েছে তাদেরকে চিহিৃত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। বক্তারা বলেন, পৌরসভা এবং জেলা প্রশাসনের নাকের ডগায় রাস্তার কালভার্টের পাশে কোনরকম নিরাপত্তার দেয়াল না থাকায় এ ধরনের দুর্ঘটনা প্রায় ঘটে যাচ্ছে। কিন্তু প্রশাসনের কোন টনক নড়ছে না। এ জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে দায়ী করেন বক্তারা। অবিলম্বে ওই কালভার্টের পাশে নিরাপত্তার দেয়ালের জোর দাবি জানান তারা।