ফয়সাল আহমেদ
গত ৩০/৭/২০১৯ তারিখে আবু বাড়ি আবু সাইদ টাঙ্গাইল জেলার এক জন রক্ত ব্যাবসায়ী হিসেবে চিন্নিত করা হয়েছে এবং সিন্ডিকেট লিডার বলে আমাদেরকে একটা অভিযোগ ও তথ্য পাঠিয়েছে। আমরা আবু সাইদ সম্পর্কে কিছু লোক থেকে বিষয়টা জানার চেষ্টা করি এখন প্রযন্ত উনার বিরুধে কোন প্রকার অভিযোগ পাওয়া যায়নি।
বলা হয়েছে এই নিউজ-র কোনো সতত্যা নাই। আমরা আন্তরিক ভাবে নিন্দা ও (প্রতিবাদ) দুঃখ প্রকাশ করি ।
মূলত উনি একজন স্বেচ্ছাসেবক রক্ত দাতা ।
উনি সেচ্ছায় রক্ত দান ব্লাড ফাউন্ডেশন এ সমাজ ও মানুষের কল্যানে কাজ করেন এবং নিজেও স্বেচ্ছায় রক্তদান করেন।