মেহেদী হাসান রাজু, স্টাফ রিপোর্টারঃ
অদ্য ৩০/০৬/২০১৯ তাং জয়পুরহাট জেলার ট্রেইনী রিক্রুট কনস্টেবল পরিক্ষার চূড়ান্ত ফলাফল ঘোষনা এবং উত্তীর্ণদের ফুলেল সুভেচ্ছা জানান অত্র জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব, মোহাম্মদ সালাম কবির পিপিএম মহোদয়।
কোন প্রকার অর্থের বিনিময় ছারাই সমাজের মেধাবী এবং যোগ্য ৭৩ জন প্রার্থী কনস্টেবল পদে চাকুরী পেলো যাদের কারোর বা পিতা নাই বা থাকলেও হয় দিনমজুর, ভেন চালক,রিক্সা চালক অথবা দরিদ্র কৃষক। তারা শুধু শুনেছে টাকা ছাড়া চাকুরী হয় না কিন্তু আজ যখন কোন প্রকার টাকা ছারাই শুধুমাত্র মেধার যোগ্যতায় চাকুরী পেলো তখন তারা কান্নায় ভেঙ্গে পরে।
সব শেষে পূর্বের ন্যায় আবারও পুলিশ সুপার মহোদয় হুশিয়ারি উচ্চারন করে বলেন এই নিয়োগে যদি কেউ বানিজ্য করেছে বা করার চেষ্টা করেছে বলে প্রমান পাওয়া যায় তবে তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর ব্যাবস্থা গ্রহন করা হবে।