মো: শাহ্ আলম হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জ শহরের ফায়ার সার্ভিস রোড এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে ৩টি দোকান ও ৪টি সিএনজি ও ১টি মোটর সাইকেলসহ যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। আর এতে করে প্রাথমিক ভাবে প্রায় ২৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। গতকাল রোববার মধ্যরাতে ফায়ার সার্ভিস রোড এলাকার মা-ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ থেকে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে এ অগ্নিকান্ডের সুত্রপাত ঘটে। পরে মুহুর্তের মধ্যেই আগুণের লেলিহান শিখা চার দিকে ছড়িয়ে পড়ে। এতে মা-ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ, তানিয়া রেষ্টুরেন্ট ও বিসমিল্লাহ থাই এন্ড এ্যালুমিনিয়াম পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে হবিগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সামছুল আলমের নেতৃত্বে একদল ফায়ার কর্মীরা ঘটনাস্থলে পৌছে প্রায় আধা ঘন্টার চেষ্ঠায় আগুণ নিয়ন্ত্রনে আনে। তবে ক্ষয়ক্ষতির পরিমান আরো বাড়তে পারে বলে ধারণা করছেন স্থানীয় ব্যবসায়ীরা।