মোহাম্মদ শাহ্ আলম হবিগঞ্জ :
ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে পিকআপ ভ্যানের উল্টে চাপা পড়ে অজ্ঞাত পরিচয় (৬৫) এক বৃদ্ধ পথচারী নিহত হয়েছেন।
রোববার (৩০ জুন) বিকেল ৪টার দিকে উপজেলার ওলিপুরে এ দূর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর চালক পালিয়ে গেলেও গাড়িটি জব্দ করেছে পুলিশ।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিয়াকত আলী জানান, বিকেলে সিলেটগামী একটি পিকআপ ভ্যান ওই এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রন হারিয়ে উল্টে যায়। এ সময় রাস্তার পাশ দিয়ে হেটে যাওয়া এক বৃদ্ধ পথচারী চাপা পড়েন। স্থানীয় লোকজন আহত বৃদ্ধকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বর্তমানে মরদেহ ময়না তদন্তের জন্য হবিগঞ্জ মর্গে রয়েছে বলেও জানান তিনি।